
আপনি যদি আপনার WordPress ওয়েবসাইট এ AI দিয়ে ব্লগ লিখাতে চান এবং ভাবেন প্রতিদিন AI আপনার জন্য একটা করে পোষ্ট…
স্কিল ডেভেলপ করে নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যেমন ভাবে একটা ছোট্ট গাছ ধীরে ধীরে বটবৃক্ষে পরিণত হয়। এই যাত্রায়, আজই শুরু হোক আপনার নতুন অধ্যায়—যেখানে সফলতা হবে আপনার নিত্যসঙ্গী, আর আপনি হবেন নিজের গল্পের নায়ক।
আমার চ্যানেলে এখন পর্যন্ত ৭০০ টির বেশি ভিডিও আছে। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বললে, লার্নাররা বলছে—এই ভিডিও আর প্লেলিস্টগুলো যেন একেকটা আলোর বাতি। প্রোগ্রামিংয়ের জটিল সব বিষয় সহজ ভাষায় শেখানোর জন্য হাজার হাজার লার্নারের প্রথম পছন্দ আমার ইউটিউব চ্যানেল। শেখার এমন সহজ-সুন্দর পথ যেন খুঁজেই পাওয়া যায় না।
যে কোনো কিছু শিখতে গেলে আমি সবসময় ফাউন্ডেশনের ওপর জোর দিই। ভিত্তি যদি শক্ত না হয়, তাহলে বড় কিছু গড়ে ওঠে না। এখানেও ঠিক একইভাবে আপনি শিখবেন। প্রথমে ফাউন্ডেশন মজবুত করবেন, তারপর প্রোজেক্টের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাবেন। এটা এক ধরনের নির্মাণ কাজের মতো—ভিত্তি শক্ত হলে ভবন দাঁড়িয়ে যায় টিকে থাকার জন্য।
আপনি কতটুকু কাজ শিখেছেন, কতটুকু এখনও বাকি, আর কবে কোর্সে যোগ দিয়েছেন—সবকিছুই এখন থাকবে আপনার হাতের মুঠোয়। রিয়েলটাইম ড্যাশবোর্ডে এক নজরে দেখতে পারবেন সবকিছু। যেন নিজের শেখার গল্পটা আপনি নিজেই লিখছেন, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় এগিয়ে চলেছেন।
১২ বছরেরও বেশি সময় ধরে আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। কাজের প্রতিটি মুহূর্ত ছিল শেখার এবং অভিজ্ঞতার গল্প। সেই বাস্তব কাজের অভিজ্ঞতা থেকেই এবার আপনাকে শেখাবো—যা শুধু তত্ত্ব নয়, বরং হাতেকলমে প্রয়োগের মজাও পাবেন। মনে হবে যেন আমরা একসঙ্গে কাজ করছি, একই টেবিলে বসে।
আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার, দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করছি টপ মার্কেটপ্লেস, যেমন Fiverr আর Upwork-এ। এমনকি Upwork-এ আমি ছিলাম টপ রেটেড ফ্রিল্যান্সার। এরপর যুক্ত হই একটি আমেরিকান কোম্পানির রিমোট জবের জন্য।
প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলপমেন্ট শেখা আমার জন্য সবসময়ই এক ধরনের ভালো লাগার বিষয়। আর সেই ভালো লাগা থেকেই ২০১৯ সালে শুরু করি *Procoder BD* নামে একটি YouTube চ্যানেল। এখন সেখানে ৬২৫টিরও বেশি ভিডিও রয়েছে, যেগুলো লক্ষ লক্ষ লার্নারকে প্রতিদিন সহায়তা করছে।
আপনি যদি আপনার WordPress ওয়েবসাইট এ AI দিয়ে ব্লগ লিখাতে চান এবং ভাবেন প্রতিদিন AI আপনার জন্য একটা করে পোষ্ট…
আপনার কি কখনো এমন হয়েছে যে কোডিং শেখার পরেও মনে রাখতে পারছেন না? হয়তো কোনো একটা ফাংশন লিখতে গিয়ে থেমে…
আপনি যদি ওয়েব সাইট বানাতে চান আপনার অবশ্যই ভালো একটা হস্টিং প্রোভাইডার থেকে Web Host কিনতে হবে, অনেক দেশি বিদেশি…
Want to receive push notifications for all major on-site activities?